Breaking

Tuesday, January 25, 2022

IPL 2022 : আইপিএলে বোলারদের মধ্যে কাদের দর হবে সবচাইতে বেশী?

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : চলতি বছরেই হতে চলেছে আইপিএল ২০২২ এর নতুন মরশুম। আর এই নতুন মরশুমে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দল যোগদান করছে। আমদাবাদলখনউ এই বছরই তাদের আইপিএলে যাত্রা শুরু করবে। এই দুই দল তাদের ক্যাপ্টেন সহ তিন সদস্যের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে। আমদাবাদ দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও এই দলে রয়েছেন শুভমান গিলরশিদ খান (✈️)। অন্যদিকে লখনউ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। এই দলে আরো দুই সদস্য হলেন রবি বিশ্নইমার্কাস স্টইনিস (✈️)। 
আইপিএল ২০২২ এর মরশুমের জন্য ক্রিকেটারদের নিলাম এখনও বাকি রয়েছে। আর এই নিলামে নতুন দুই টিম তাদের মজবুত ভাবে গড়ে তুলতে চাইবে কিছু স্টার ক্রিকেটারকে। 

আর আসন্ন এই আইপিএলে কিছু বোলারদের দর হবে সবচাইতে বেশী। প্রথমেই আসা যাক, ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সামি'র কথায়। সামি এই আসন্ন নিলামে আকাশছোঁয়া মূল্য পেতে পারেন। 

অন্যদিকে এই নিলামে রবীচন্দ্রন অশ্বিনও পেতে পারেন ভালো দর। রবীচন্দ্রন অশ্বিন তার আইপিএল ক্যারিয়ারে মোট ১৪৫ টি উইকেট নিয়েছেন। তাই এবার এই স্পিনারকে দলে রাখতে চাইবে অনেক দল। 

মনকাড়া দাম পেতে পারেন ভারতের আরেক স্পিনার যুজবেন্দ্র চাহাল। চাহাল তার আইপিএল ক্যারিয়ারে ১১৩ টি ম্যাচে নিয়েছেন ১৩৯ টি উইকেট। তাই দলের স্পিন বিভাগকে মজবুত করতে অনেকেই তাকে দলে নিতে চাইবেন। 

আইপিএল এর অন্যতম সফল ফাস্ট বোলারদের তালিকায় নাম রয়েছে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট এর। তিনি ইনিংসের শুরুতেই বিপক্ষের শিবিরে ধস নামতে পটু। তাই এই নিলামে তিনিও পেতে পারেন আকাশছোঁয়া মূল্য। 

আর এক বিদেশি ফাস্ট বোলার এই নিলামে পেতে পারেন ভালো দর। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। বর্তমানে তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন। 

আর এক বিদেশি ফাস্ট বোলারও রয়েছেন এই তালিকায়। তিনি হলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। অনেক দলই তাদের ফাস্ট বোলিং ইউনিট মজবুত করতে তাকে দলে রাখতে চাইবে। 

এখন এটাই দেখার কোন স্টার বোলারের দাম হয় আকাশছোঁয়া। অন্যদিকে নিলামে পরিষ্কার হয়ে যাবে কোন বোলার কোন দলের হয়ে মাঠে নামতে চলেছে। অন্যদিকে নতুন দুই দল কিভাবে তাদের দল সাজাবে সেদিকেও নজর থাকবে সবার। 

No comments:

Post a Comment

Adbox