Breaking

Monday, January 24, 2022

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি পুলিশের

রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান : আগামী পরশু ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস,আর প্রজাতন্ত্র দিবসে যাতে এ রাজ্যে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেই কারণে বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুডি চেকপোস্ট শুরু হয়েছে নাকা তল্লাশি। সোমবার সকাল থেকেই ডুবুরডি চেকপোস্ট এলাকায় তল্লাশি শুরু করেছে কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। ঝাড়খন্ড থেকে আগত সমস্ত গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে বা গাড়ির বিভিন্ন অংশে পুলিশের তল্লাশি চালিয়ে পরীক্ষা করছে। যাতে কোনরকম অস্ত্র বা বিস্ফোরক বা অন্য কিছু নিয়ে এ রাজ্যে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলির যাত্রীদেরও বিশেষভাবে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদের পরিচয় পত্র দেখা হচ্ছে পুলিশের তরফে।এদিন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক নিজে উপস্থিত ছিলেন এই ন্যাকা তল্লাশিতে ও নিজে সমস্ত গাড়ির তল্লাশি চালায়। প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তার কারনেই এমন নাকা চেকিং বলে জানিয়েছে পুলিশ। 

No comments:

Post a Comment

Adbox