Breaking

Monday, January 3, 2022

Indian Cricket Calendar 2022 : 'বিরাট - রোহিত'-দের ২০২২ সালে কি কি সিরিজ, কোথায় রয়েছে জেনে নিন?

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : ২০২১ এর শেষ টেস্ট ম্যাচে বিরাট কোহলি নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে ঐতিহাসিক জয় অর্জন করে। বিদেশের মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ভারত তাদের বছরটি শেষ করে। 

২০২১ সাল মোটের উপর ভারতীয় ক্রিকেট দলের ভালোই গেছে বলা চলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার আর টি - টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার কথা বাদ দিলে মোটের উপর ভালোই খেলেছে ভারতীয় ক্রিকেট দল। 

এবার নতুন বছর ২০২২ -এ ভারতীয় ক্রিকেট দলকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কারণ চলতি বছরে গুরুত্বপূর্ণ সিরিজ অপেক্ষা করছে বিরাট কোহলি ও রোহিত শর্মা দের জন্য। 

চলতি বছরে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে বছর শুরু করবে। সোমবার, ৩ জানুয়ারি থেকে জোহানেসবার্গে ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে। আর এই টেস্টে জয় পেলেই ভারত বছরের শুরুতেই ইতিহাস গড়বে। ভারত ১-০ তে এগিয়ে রয়েছে। বাকি দুটি টেস্টের মধ্যে আর একটিতে জিতলেই ভারত প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করবে। কেপ টাউনে ১১ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ। 

২০২২ সালে ভারতের কোথায় কবে কোন দেশের বিরুদ্ধে খেলা রয়েছে দেখে নিন --

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর (ডিসেম্বর - জানুয়ারি)
দ্বিতীয় টেস্ট বনাম দক্ষিণ আফ্রিকা - (৩-৭ জানুয়ারি), জোহানেসবার্গ।
তৃতীয় টেস্ট বনাম দক্ষিণ আফ্রিকা - (১১-১৫ জানুয়ারি), কেপ টাউন। 

১৯ জানুয়ারি, প্রথম ওডিআই, পার্ল।
২১ জানুয়ারি, দ্বিতীয় ওডিআই, পার্ল। 
২৩ জানুয়ারি, তৃতীয় ওডিআই, কেপ টাউন। 

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর - (ফেব্রুয়ারি) 
৬ ফেব্রুয়ারি, প্রথম ওডিআই, আহমেদাবাদ।
৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ওডিআই, জয়পুর।
১২ ফেব্রুয়ারি, তৃতীয় ওডিআই, কলকাতা। 

১৫ ফেব্রুয়ারি, প্রথম টি-২০, কটক। 
১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টি-২০, বিশাখাপত্তনম।
২০ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০, ত্রিবান্দ্রম। 

শ্রীলঙ্কার ভারত সফর (ফেব্রুয়ারি - মার্চ) 
২৫ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, বেঙ্গালুরু।
৫ মার্চ, দ্বিতীয় টেস্ট, মোহালি।

১৩ মার্চ, প্রথম টি-২০, মোহালি।
১৫ মার্চ, দ্বিতীয় টি-২০, ধর্মশালা।
১৮ মার্চ, তৃতীয় টি-২০, লখনৌ। 

মার্চ - মে 
আইপিএল ২০২২ 

দক্ষিণ আফ্রিকার ভারত সফর (জুন) 
৯ জুন, প্রথম টি-২০, চেন্নাই।
১২ জুন, দ্বিতীয় টি-২০, বেঙ্গালুরু।
১৪ জুন, তৃতীয় টি-২০, নাগপুর।
১৭ জুন, চতুর্থ টি-২০, রাজকোট। 
১৯ জুন, পঞ্চম টি-২০, দিল্লি। 

ভারতের ইংল্যান্ড সফর (জুলাই) 
১ জুলাই, রিসিডিউল - পঞ্চম টেস্ট, বার্মিংহাম।

৭ জুলাই, প্রথম টি-২০, সাউদাম্পটন।
৯ জুলাই, দ্বিতীয় টি-২০, বার্মিংহাম।
১০ জুলাই, তৃতীয় টি-২০, নটিংহাম।

১২ জুলাই, প্রথম ওডিআই, লন্ডন।
১৪ জুলাই, দ্বিতীয় ওডিআই, লন্ডন।
১৭ জুলাই, তৃতীয় ওডিআই, ম্যানচেস্টার। 

সেপ্টেম্বর
টি-টোয়েন্টি এশিয়া কাপ (শ্রীলঙ্কায়)। 

সেপ্টেম্বর - অক্টোবর
অস্ট্রেলিয়ার ভারত সফর।
চারটি টেস্ট ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। 

১৬ অক্টোবর - ১৩ নভেম্বর 
টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ (অস্ট্রেলিয়াতে)। 

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর (নভেম্বর)
দুটি টেস্ট ম্যাচ ও তিনটি ওডিআই ম্যাচ। 

শ্রীলঙ্কার ভারত সফর (ডিসেম্বর) 
পাঁচটি ওডিআই ম্যাচ খেলবে। 

No comments:

Post a Comment

Adbox