প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : জোহানেসবার্গ টেস্টে থেকে ছিটকে গেলেন ক্যাপ্টেন বিরাট কোহলী। এই টেস্টে খেলছেন না বিরাট। সোমবার থেকে জোহানেসবার্গ- এ শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সোমবার টসের সময় দেখা গেলো ক্যাপ্টেন বিরাট এর বদলে টস করতে আসছেন কে এল রাহুল। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কেনো এই টেস্টে খেলছেন না সেই প্রশ্নের উত্তরও দিলেন রাহুল।
রাহুল জানায়, ক্যাপ্টেন বিরাট কোহলী কোমরের উপরের দিকে চোট পেয়েছেন। আর তাই এই টেস্টে খেলছেন না বিরাট। বিরাট এর জায়গায় দলে এসেছেন হনুমা বিহারী। এই টেস্টে ক্যাপ্টেন এর দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। তবে বিরাট এর চোট তেমন গুরুতর নয় বলেই জানা যাচ্ছে। পরের টেস্টেই হয়তো খেলবেন বিরাট।
এই টেস্টে বিরাট খেললে তার ঝুলিতে আসতে পারতো কিছু রেকর্ড। সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কে এল রাহুল। রাহুল জানায়, প্রথমে বড়ো স্কোর করে বিপক্ষকে চাপে রাখাই আমাদের গেম প্লান।
কিন্তু জোহানেসবার্গ টেস্টে ভারতের প্রথম ইনিংস কম রানে গুটিয়ে গেল। প্রথম দিনে ভারত তাদের প্রথম ইনিংসে ৬৩.১ ওভার ব্যাট করে করে মাত্র ২০২ রান (অলআউট)। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল প্রথম ইনিংসে ২৬ রান করে আউট হয়ে যায়। এরপর ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। কিন্তু পূজারার রানের খরা দ্বিতীয় টেস্টেও অব্যাহত। পুজারা এই ইনিংসে ৩৩ বল খেলে মাত্র ৩ রানে আউট হয়ে গেল। এরপরই অজিঙ্কা রাহানের উইকেটও হারিয়ে ফেলে ভারত। অজিঙ্কা প্রথম বলেতেই ০ রানে সাজঘরে ফিরে যান। বিরাটের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া হানুমা বিহারী করেন ২০ রান। ওপেনার কে এল রাহুল ৫০ রানের একটি ইনিংস খেলেন। ঋষভ পন্থ ১৭ রান করেন। রবীচন্দ্রন অশ্বিন ৪৬ রানের একটি ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম দিনের কন্ডিশনের খুব ভালো ব্যাবহার করেছেন। কাগিসো রাবাডা প্রথম ইনিংসে ৩ টি উইকেট নেন। দুয়ানে অলিভিয়ার নেন ৩ টি উইকেট। মার্কো জন্সেন ৪ টি মূল্যবান উইকেট নেন।
এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শুরু করেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ১৮ ওভার ব্যাট করে ১ টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৫ রান। এইডেন মার্করামকে ৭ রানে এলবিডব্লিউ করে ড্রেসিং রুমে পাঠান মোহাম্মদ সামি। ক্যাপ্টেন ডিন এলগার ১১ রানে ও কিগান পিটারসেন ১৪ রানে ক্রিজে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের খেলা শেষে ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে রয়েছে।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ২০২/১০ (৬৩.১ ওভার)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ৩৫/১* (১৮ ওভার)
ভারতের থেকে দক্ষিণ আফ্রিকা ১৬৭ রানে পিছিয়ে রয়েছে।
No comments:
Post a Comment