Breaking

Saturday, January 8, 2022

IND vs SA 2021 - 22 : ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় পেলো দক্ষিণ আফ্রিকা

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৮ রান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টে জয়ের জন্য প্রয়োজন ছিল আরো ১২২ রান। হাতে ছিল ৮ টি উইকেট। ক্যাপ্টেন ডিন এলগার তৃতীয় দিনের খেলা শেষে ৪৬ রানে ক্রিজে অপরাজিত ছিলেন। তার সঙ্গী হিসাবে ১১ রানে অপরাজিত ছিলেন রাশি ভ্যান ডার দুসেন। অন্যদিকে ভারতকে এই ম্যাচে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ টি উইকেট। 

বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু হলে অপরাজিত দুই ব্যাটসম্যান ক্যাপ্টেন ডিন এলগার ও রাশি ভ্যান ডার দুসেন দিনের শুরু থেকে ভালোই ছন্দে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যান। ভারতীয় বোলিংকে তারা ভালোই খেলে এদিন। দক্ষিণ আফ্রিকার দলের রান যখন ১৭৫ রান, তখন দুসেন ব্যাক্তিগত ৪০ রানের মাথায় নিজের উইকেট হারায়। দুসেনকে আউট করেন সামি। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন টেম্বা বাভূমা। ক্যাপ্টেন ডিন ও বাভূমা মিলে দক্ষিণ আফ্রিকার জয় সুনিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৬৭.৪ ওভার ব্যাট করে ৩ টি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৪৩ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। ক্যাপ্টেন ডিন এলগার ৯৬ রানের একটি গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেয়। টেম্বা বাভূমা ২৩ রান করে অপরাজিত থাকেন। জোহানেসবার্গ টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকা ১-১ এ সিরিজের সমতা ফেরায়। দুর্দান্ত ব্যাটিং এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার। 

ম্যাচের স্কোর কার্ড - 
ভারত - ২০২ ও ২৬৬
দক্ষিণ আফ্রিকা - ২২৯ ও ২৪৩/৩ 

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

No comments:

Post a Comment

Adbox