Breaking

Monday, January 10, 2022

IND vs SA 2021 - 22 : কেপটাউনে কী বিরাট এর নেতৃত্বে ইতিহাস গড়বে ভারত?

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : বছরের শুরুতেই কী ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে ইতিহাস গড়বে? এখন সেই প্রশ্নই ঘুড়ছে গোটা ক্রিকেট প্রেমী ভারতীয় সমর্থক তথা গোটা ক্রিকেট বিশেষজ্ঞদের মহলে। ২০২১ এর একদম শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে সেঞ্চুরিয়ানে। সেখানে ভারত বিরাট এর নেতৃত্বে ঐতিহাসিক জয় অর্জন করে। সেঞ্চুরিয়ানে ভারত ১১৩ রানে জয় পায় প্রোটিয়াদের বিরুদ্ধে। 

তারপর চলতি বছরের শুরুতে জোহানেসবার্গে ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলে। কিন্তু বিরাট চোট পাওয়ার কারণে এই ম্যাচে খেলতে পারেনি। বিরাট এর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। কিন্তু এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় ভারত। ডিন এলগার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে জয় এনে দেয়। সিরিজ এখন ১-১। তৃতীয় টেস্ট শুরু হবে মঙ্গলবার (১১ জানুয়ারি), কেপ টাউনে। এই কেপ টাউনেই ভারত চাইবে তাদের ঐতিহাসিক জয়। তৃতীয় টেস্ট ম্যাচ জিতলে ভারত প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করবে। নিউল্যান্ডস মাঠ মানেই গতির দুর্গ। আর রবিবার ভারতীয় দল কেপ টাউনে তাদের প্র্যাকটিসে রণ কৌশল সাজিয়ে নিতে দেখা গেলো। ক্রিকেট বোর্ড টুইটারে সেই ছবি পোস্ট করেছে। 

কেপ টাউন হল গতির দুর্গ। আর এই গতির দুর্গে বরাবরই রাজত্ব করেছেন ফাস্ট বোলাররা। ডেল স্টেইন, শন পোলক থেকে শুরু করে কাগিসো রাবাডা প্রত্যেকেই এখানে রাজত্ব করেছেন। রাবাডা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি দ্রুত চোট সারিয়ে দলে ফিরছেন। বিরাটকে এই কেপ টাউনে গতির কাছে দিতে হবে কঠিন পরীক্ষা। সঙ্গে দলকে দিতে হবে নেতৃত্ব। বর্তমানে কোহলি খুব একটা ভালো ছন্দে নেই। সাথে রয়েছে সিরিজ নির্ধারক ম্যাচে বড়ো রান করার বাড়তি চাপ। বিরাট কি আনতে পারবে তার নেতৃত্বে কেপ টাউনে প্রথম জয়। সঙ্গে প্রথম সিরিজ জয়। 

বিরাট সোমবার সাংবাদিক বৈঠকে হাজির হয়ে জানিয়ে দিয়েছেন, তিনি সম্পূর্ণ ফিট। ফলে সিরিজের শেষ টেস্টে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু চোটের কারণে ছিটকে গেলেন মোহাম্মদ সিরাজ। তবে সিরাজের জায়গায় কে দলে ফিরছেন তা এখনও স্পষ্ট নয়। তবে ইশান্ত শর্মা ও উমেশ যাদব এর মধ্যে কোনো একজন খেলতে পারেন এই ম্যাচে। দলের প্রত্যেক প্লেয়ার ভালো ছন্দেই রয়েছে। পুজারা ও রাহানে শেষ টেস্টে ভালো ব্যাট করেছে। 

No comments:

Post a Comment

Adbox