রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : করোনা মহামারীর শুরু থেকেই রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধ। এরপর ধাপে ধাপে সব কিছু চালু হলেও রাজ্যে এখনও বন্ধ সমস্ত বিদ্যালয়। আর তাই অবিলম্বে স্কুল খোলার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি জমা করলো বিজেপির। সোমবার স্কুল পরিদর্শককে আসানসোলের সুকান্ত ময়দানে গিয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করে। বিজেপির দাবি অবিলম্বে স্কুল খুলতে হবে। এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি স্মারকলিপি প্রদান কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে বলেন ব্রাত্য বসু নয় ব্যর্থ বসু বলা উচিত। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি,আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বলেন, রাজ্যের শিক্ষা মন্ত্রীর নাম ব্রাত্য বসু না ব্যর্থ বসু হওয়া উচিত ছিল। রাজ্যের বাড়ি বাড়ি মদ পৌঁছে যাচ্ছে। মদের দোকান খোলা। কিন্তু রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে। বেছে বেছে করোনা শুধু স্কুলেই যাবে। কিন্তু এদিকে তৃণমূলের ৫০০ জন মিলে মিটিং মিছিল করছে সেখানে করোনা পৌঁছবে না। আসলে তৃণমূল ভোটের সময় রাজ্যের শিক্ষকদের মিটিং মিছিল গুলোতে পাঠাচ্ছে। তাদের আর ক্লাস করতে হবে না। আর বাড়ি বাড়ি শিক্ষক এটা বাস্তবে সম্ভব নয়। তাই আমরা আজ ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু উনি উপস্থিত নেই, আমরা জানতাম উনি থাকবেন না। কিন্তু এই অন্যায় আমরা চলতে দেবো না। এর জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
এদিন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, রাজ্যের স্কুল এখন রেশন দোকানে পরিণত হয়েছে। সব কিছু খোলা থাকবে, কিন্তু স্কুল বন্ধ থাকবে। তাই এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এবার ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও আন্দোলনে নেমেছেন। এই দীর্ঘ দু বছর ধরে আমরা স্কুল বন্ধের প্রতিবাদে আজ এই কর্মসূচি নিয়েছি।
তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বিজেপির কটাক্ষের উত্তরে বলেন, আমাদের রাজ্যের শিক্ষকদের সম্পূর্ণ স্বাধীনতা আছে তাদের মনের মত রাজনৈতিক দলকে সমর্থন করার। রাজ্যের শিক্ষকরা বিজেপিকে পছন্দ করেন না। তারা তাদের ইচ্ছামতো যে কোনো দলের কর্মসূচিতে থাকতে পারেন। এ রাজ্যের শিক্ষকরা বিজেপি নেতৃত্বকে পছন্দ করেন না। তারা মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের সঙ্গে যোগদান করছেন। আর আমাদের সরকার স্কুল খোলার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। আমাদের রাজ্যের স্কুল বন্ধের কথা বলা হচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্য গুলোর স্কুল গুলি কেনো বন্ধ সে সম্বন্ধে বিজেপি নেতারা কি বলবেন।
No comments:
Post a Comment