Breaking

Monday, January 31, 2022

বীরভূমের কীর্নাহারে মদ্যপ অবস্থায় গালি গালাজ করার প্রতিবাদে পিটিয়ে খুন, অভিযুক্তকে আটক করেছে পুলিশ


রোহিত সেখ , কীর্নাহার, বীরভূম : প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে।রবিবার বিকেলে বীরভূমের কীর্নাহার থানার কীর্নাহার মেলে পাড়ার বাসিন্দা রণঞ্জয় ঘোষ বয়স ৫০ পেশায় কাঠ ব্যবসায়ী। কীর্নাহার - বোলপুর রাস্তার পাশে কীর্নাহারে ব্যবসা করতেন রণঞ্জয় ঘোষ। 
অভিযোক দোকানের কাছে গিরিধারী যশ নামের এক ব্যক্তি মদ্য পান করে অশ্রীল ভাষায় গালিগালাজ করছিল তখন ওই ব্যক্তি প্রতিবাদ করেন। তারপর তখন কীর্নাহার - বোলপুর রাস্তার উপর গিরিধারী যশ শাবল দিয়ে রণঞ্জয় ঘোষ এর মাথায় বেরিয়ে দেয় তার ফলে ওই ব্যক্তির ঘটনা স্থলে মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে কীর্নাহার থানার পুলিশ। মৃত দেহটি ময়না তদণ্ডের জন্য বোলপুর মহাকুমা হাসপাতালে পাঠাবো হয়। যদিও অভিযুক্ত গিরিধারী যশ কে আটক করেন পুরো ঘটনার তদন্ড শুরু করেছে পুলিশ।
মৃত ব্যক্তির দাদা ধনঞ্জয় ঘোষ বলেন, গিরিধারী যশ মদ্যপান অবস্থায় গালাগালি করছিল তারই প্রতিবাদ করতে গেলে ভাইকে শাবল দিয়ে মাথায় বেরিয়ে রাস্তায় পড়ে আছে। তখন গিরিধারী যশ ভাইকে মেরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox