রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের ভাইস চেয়ারম্যান হলেন বিধান উপাধ্যায়। শনিবার আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের বৈঠকে ভাইস চেয়ারম্যান হলেন বারাবনির বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী তথা আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের চেয়ারম্যান মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এস কে ইউনুস, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সেভালে, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস সহ স্বাস্থ্য আধিকারিকরা।
এদিন বিধান উপাধ্যায় জানান, আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের চেয়ারম্যান মলয় ঘটক আজকের বৈঠকে জানান আমাকে এই বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। আজকে এই বৈঠকে সকলের সঙ্গে আলাপ করা হলো। এই বোর্ডের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করা হলো।
No comments:
Post a Comment