Breaking

Sunday, January 30, 2022

আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে ভুবন বাদ্যকর

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আগামী ১২ ই ফেব্রুয়ারি আসানসোল পৌর নিগম নির্বাচন। আর ঠিক তার আগেই তৃণমূল মনোনীত প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার সারলেন কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকর। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন তিনি। কাঁচা বাদাম খ্যাত সোশ্যাল মিডিয়ার শিল্পী ভুবন বাদ্যকর তৃণমূলের প্রার্থীদের সমর্থনে প্রচার। শনিবার তৃণমূলের সমর্থনে প্রচার করেন ৭৪, ৭৮, ৯৫ নম্বর ওয়ার্ডে। এদিন নিজের গানের মাধ্যমে প্রচার করেন তিনি। 
প্রথমে আসানসোলের বার্ণপুরে তৃণমূল প্রার্থী অশোক রুদ্রর সমর্থনে কাঁচা বাদাম এর মাধ্যমে তৃণমূল সমর্থনে গান গেয়ে মন জয় করেন। পাশাপাশি বিপুল ভোটে জয়ী করার আহবান জানান তিনি। শনিবার এদিন দুই জায়গায় প্রচার করে কুলটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

বিকেলে পৌঁছায় কুলটির পাটমোহনা গ্রামে। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করে। তবে এদিন প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে নিয়ে কাঁচা বাদাম গান গাওয়ার পাশাপাশি বিপুল ভোটে জয়ী করার আহবান। এদিন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শিল্পী ভুবন বাদ্যকর অর্থাৎ কাঁচা বাদাম শিল্পীকে দেখতে গ্রামের মানুষের ভিড় উপচে পড়লো। 

No comments:

Post a Comment

Adbox