রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান : সোমবার এক লৌহ ইস্পাত শিল্পের ব্যবসায়ীর গাড়ি আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ৪ লক্ষ টাকার ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি জানতে পেরে কয়েক ঘণ্টার মধ্যে ওই দুই দুষ্কৃতীদের ধরে ফেলে। ছিনতাই হওয়া টাকাও উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছিল অন্ডাল ব্রিজের কাছে।
সুত্র মারফত জানা গেছে, সোমবার দুপুর নাগাদ অন্ডাল থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্গাপুরের ঝাঁন্ডাবাদ এলাকা থেকে এক লৌহ ইস্পাত শিল্পের ব্যবসায়ী জামুড়িয়ার অভিমুখে যাবার পথে অন্ডাল ব্রিজের কাছে তার গাড়ির সামনে চার চাকা গাড়ি করে আসা দুই সশস্ত্র দুষ্কৃতী ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নগদ অর্থ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। ওই ব্যবসায়ীর চিৎকার চেচামেচি শুনে পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা সদস্যরা ধাওয়া করে ওই গাড়িটিকে। এদিন বক্তানগর টপ লাইনের কাছে নাকা চেকিং চলার সময় ওই গাড়িটিকে দাঁড় করানো হলে গাড়িটি পুলিশের কোনো কথা না শুনে দ্রুত গতিতে জাতীয় সড়কে ছুটতে থাকে। এই ঘটনার খবর মুহূর্তে সমস্ত থানার পুলিশকে দেওয়া হলে আসানসোল উত্তর থানা এলাকার কন্যাপুর এর কাছে ওই গাড়িটিকে আটকে করে পুলিশ। ছিনতাই হওয়া টাকা সহ ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ।
আর তদন্তে নেমে মাত্র দেড় ঘন্টার মধ্যেই তদন্তের কিনারা করে ফেললো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল এলাকায় ৪ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটে। এক কোম্পানির টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনার পর পুলিশ তৎপর হয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়। এরমধ্যে আসানসোলে ওই গাড়িটিকে আটক করে।এই ঘটনায় দুইজন ছিনতাইবাজ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া অর্ধেক টাকা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের কাছ থেকে বাইক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
No comments:
Post a Comment