রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান : চিরকুন্ডা থানা এলাকার অন্তর্গত, বরাকর সেতুতে, ৩১ জানুয়ারী সোমবার মুখোশধারী বাইকআরোহী অপরাধীরা, বরাকরের ব্যবসায়ী সুরেশ ডালমিয়ার ছেলে সোনু ডালমিয়া এবং মুন্সি গোপাল প্রসাদকে আক্রমণ করে।
তারপর তাদের কাছ থেকে প্রায় ৪,৭০,০০০ টাকা (চার লক্ষ সত্তর হাজার টাকা) ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চিরকুণ্ড থানার পুলিশ।
সূত্র মারফত জানা গেছে, সোমবার বেলা ১২ টা নাগাদ ব্যবসায়ী সোনু ডালমিয়া ও মুন্সি গোপাল প্রসাদ চার লাখ সত্তর হাজার টাকা নিয়ে বাইকে করে চিরকুণ্ডায় অবস্থিত ব্যাংক অব ইন্ডিয়ায় আসছিলেন।
মাঝ ব্রিজের ঠিক পাশে লাল রঙের পালসার বাইকে তিনজন মুখোশধারী দুষ্কৃতী পেছন থেকে এসে দুজনকে মারধরের পর সব টাকা ছিনিয়ে নিয়ে চিরকুণ্ডার দিকে ছুটে যায়। আক্রান্তরা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। খবর পেয়েই তদন্ত শুরু করে চিরকুণ্ড থানার পুলিশ।
No comments:
Post a Comment