রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের মেমু কার্সেডে আগুন লাগার ঘটনা ঘটে। আর তার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছরায়।
এদিন মঙ্গলবার সকালে পূর্ব রেলের আসানসোল মণ্ডল রেলের রেল কলোনির কাছে থাকা মেমু কার্সেডে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে৷ যদিও আগুন লাগার খবর খুব তাড়াতাড়ি ওই স্থানে কর্মরত রেল কর্মীরা দমকল বিভাগকে জানিয়ে দেয়৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ রেল সূত্রে খবর , কার্সেডের আবর্জনায় অসাবধানতার কারণে আগুন লেগে যায় এদিন৷ দমকল বিভাগের কর্মীরা তৎপর থাকায় বেশি ক্ষয় ক্ষতি হয়নি৷
দেবাং পোদ্দার নামে এক দমকলকর্মীর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখানের কিছু আবর্জনার কারণে এই লেগেছে বলে অনুমান করা হচ্ছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
No comments:
Post a Comment