Breaking

Tuesday, January 25, 2022

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের ভোটার কার্ড প্রদান ও সম্বর্ধনা দেওয়া হয়

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আজ মঙ্গলবার জাতীয় ভোটার দিবস। আর সেই উপলক্ষে পশ্চিম বর্ধমান এর জেলা কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হলো। পাশাপাশি নতুন এই নতুন ভোটারদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে এই অনুষ্ঠানে ভোট কর্মীদেরও সম্বর্ধনা দেওয়া হয়। 

সম্পূর্ণ অনুষ্ঠানটি পালন করা হয় আসানসোল জেলা শাসক দপ্তরের। এই বিষয়ে জেলা শাসক এস অরুন প্রসাদ জানান, আজ ২৫ শে জানুয়ারি। আর এই দিনটি ন্যাশনাল ভোটার ডে হিসেবে দিনটি পালন করা হয়। জাতীয় ভোটার দিবস সেই উপলক্ষে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়ার পাশাপাশি তাদের সম্বর্ধনা দিয়ে উৎসাহী করা হলো। এবং যে সকল আধিকারিকরা এই ভোটার কার্ডের কাজ সারা বছর ধরে করে আসছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হলো। জেলা শাসক ছাড়াও অতিরিক্ত জেলা শাসক ডাঃ অভিজিৎ সেভালে ও আরও অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে ডি.এম. জানান, এখানে আমাদের যারা ভোট কর্মী সহ অন্যান্য যেসব কর্মী রয়েছেন তাদেরকে সম্মান জানানো হলো। আজকের দিনটিকে আমরা জাতীয় ভোটার দিবস হিসাবে প্রতিবছরই পালন করে থাকি। পাঁচ বছর অন্তর ভোট হয়, কিন্তু তার জন্য যে সকল কাজ রয়েছে সেটা আমাদের সারা বছর ধরেই করে থাকি। বিশেষ করে আমাদের বুথ লেবেলের কর্মীরা এই কাজগুলো সারা বছর ধরে করতে থাকে। আমরা এর আগে এই সকল কর্মীদের সেভাবে মনে রাখতাম না। কিন্তু ২০১১ সালের এই বিশেষ দিনটি ঘোষিত হওয়ার পর থেকে এই কাজের সঙ্গে যুক্ত কর্মীদেরকে পুরস্কৃত করে তাদের কাজে আরো উৎসাহিত করতে পারি। 

এ.ডি.এম. এদিন জানান, আমাদের ভোট কর্মীরা তিন মাস ধরে বিভিন্ন কাজ করে থাকে। যেমন নতুন ভোটারের নাম তোলা, নাম সংশোধন সহ বিভিন্ন কাজ করা হয়ে থাকে। আজ সেই সমস্ত কর্মীদের সম্বর্ধনা জানানো হলো। পাশাপাশি যারা আমাদের ভোট কেন্দ্রে ভোট নিয়ে থাকেন সেই সকল কর্মীদেরও এদিন পুরস্কৃত করা হলো। তিনি আরো জানান, আজ আমরা একটা শপথ গ্রহণ করবো যাতে আমরা ভোট কর্মীরা নিষ্ঠার সাথে ভোট নিতে পারি। 


No comments:

Post a Comment

Adbox