নিজস্ব প্রতিবেদন : বলিউড হারালো আরো এক অভিনেতাকে। প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ব্রহ্ম মিশ্র। তিনি মির্জাপুর ওয়েবসিরিজে কাজ করেছিলেন। ললিতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মির্জাপুরের অপর এক অভিনেতা দিব্যেন্দু শর্মা সোশাল নেটওয়ার্কিং সাইটে তার সহ অভিনেতার মৃত্যুর কথা জানান। মুম্বাই এর এক ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার তাঁর অর্ধ পচাগলা দেহ মুম্বই পুলিস উদ্ধার করেন। কুপার হাসপাতালে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ব্রহ্ম - র ছোটো থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার আর এই লক্ষ্য পুরনে তিনি পাশে পেয়েছিলেন তার পরিবারের সদস্যদের। অভিনয়ে তার প্রথম হাতেখড়ি ঘটে মঞ্চে। ‘চোর চোর সুপার চোর’ ছবিতে প্রথম অভিনয় এর সুযোগ পান (২০১৩ সালে)। তারপর একে একে 'বদ্রিনাথ কি দুলহানিয়া', 'কেশরী', 'দঙ্গল', 'সুপার ৩০'-র মতো জনপ্রিয় ছবি গুলিতে অভিনয় করতে দেখা যায় তাকে। 'মির্জাপুর' ওয়েব সিরিজের ললিত চরিত্রটি তাকে অনেকটা জনপ্রিয়তা এনে দেয়। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেতার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর সহ অভিনেতারা।


No comments:
Post a Comment