Breaking

Thursday, December 2, 2021

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল একাধিক ট্রেন

নিজস্ব প্রতিবেদন :  ক্রমশ শক্তি সঞ্চয় করে উড়িষ্যা, অন্ধরপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "জাওয়াদ"। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ৯০ থেকে ১০০ কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে জাওয়াদের, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আর আগামী শুক্রবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে উপকূলীয় জেলা গুলির বেশকিছু অংশে। সেখানে হতে পারে ভারী বৃষ্টিপাত। 

আর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে শুক্রবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। জানা গেছে হাওড়া - সেকেন্দ্রাবাদ ফলকনাম, হাওড়া-যশবান্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, হাওড়া-হায়দ্রাবাদ ইস্টকোস্ট, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, দিঘা-বিশাখাপত্তনাম, হাওড়া-মাইসোর উইকলি সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে ঘূর্ণিঝড় "জাওয়াদের" কারণে।

No comments:

Post a Comment

Adbox