Breaking

Friday, December 3, 2021

পশ্চিম বর্ধমানের কোকওভেনে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, পুলিশের হাতে আটক এক

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করলো পশ্চিম বর্ধমান জেলার কোকওভেন থানার পুলিশ। আর এঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।  জানা গেছে, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুকুমার নগর এলাকা থেকে অভিজিৎ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে কোকওভেন থানার পুলিশ। 
এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত অভিজিৎ সরকার ওরফে ঝন্টু শ্যামপুরের ভাটা এলাকার বাসিন্দা। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উড়িষ্যা থেকে বাসে করে দুর্গাপুর ফেরে অভিজিৎ। আর গোপন সূত্রে খবর পেয়ে পরে পুলিশ হানা দেয় ওই জায়গায়। এবং অভিজিতের কাছে দুটি  ট্রলি ব্যাগ উদ্ধার করে পুলিশ। আর সেই ট্রলি ব্যাগ থেকেই উদ্ধার হয় প্রায় ৩১ কিলো ৫০ গ্রামের মতো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকা। এদিকে ধৃতকে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

No comments:

Post a Comment

Adbox