Breaking

Saturday, December 4, 2021

ISL 2021-22 : চেন্নাইন এফসি এর বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল


নিজস্ব প্রতিবেদন : অবশেষে একটি পয়েন্ট ঝুলিতে ভরলো এসসি ইস্টবেঙ্গল। চেন্নাই এর  বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল।  ম্যাচ শেষ হল অমীমাংসিত (০-০)।  এসসি ইস্টবেঙ্গল এই ম্যাচের আগে দুটি ম্যাচে হেরেছে। কয়েকটি ক্ষেত্রে দুর্বল থাকলেও হারেরে হ্যাটট্রিক রুখতে পেরেছে ইস্টবেঙ্গল। প্রথম থেকেই আক্রমণ করেছে ইস্টবেঙ্গল। কিন্তু চেন্নাইও এই ম্যাচে সমান লড়াই দিয়েছে। গোলকিপার শুভম সেন এই ম্যাচে ভালোই খেলেছে। কিন্তু ড্যানিয়েল চিমা এই ম্যাচেও সমহিমায় জ্বলে উঠতে পারলো না। শুরুর দিকে চেন্নাই ভালো খেলেছে। কিন্তু ৭০ মিনিটের মাথায়  এসসি ইস্টবেঙ্গল খেলায় ফিরতে থাকে।

No comments:

Post a Comment

Adbox