নিজস্ব প্রতিবেদন : আর কয়েক ঘন্টার মধ্যেই স্থল ভাগে আঁচড়ে পড়তে চলেছে, এমনি অভিমত আবহাওয়া বিশেষজ্ঞদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে ঘূর্ণিঝড় "জাওয়াদ" বিশাখাপত্তনাম থেকে ২৫২ কিমি, পুরী থেকে ৪৩০ কিমি ও ওড়িশার পাড়াদ্বীপ থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে। পাশাপাশি আরও জানা গেছে পশ্চিমবঙ্গে প্রবেশের আগে অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে এই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে রাজ্যের উপকূলীয় জেলা গুলিতে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা ও হুগলীতে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। সাথে নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
এদিকে জাওয়াদের প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় এলাকায় পড়তে শুরু করেছে। শনিবার ভোর রাত থেকেই যার প্রভাবে হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে ঝির ঝিরে বৃষ্টি। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবিদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে বিপর্যয় মোকাবিলায় তৎপর রাজ্যও। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে মাইকিং। পাশাপাশি ১২ জেলার জন্য মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিমকেও। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুমও।


No comments:
Post a Comment