রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: জলে ভর্তি পরিতক্ত এক পাথর খাদান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোল উত্তর থানা কাল্লা এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে, এদিন স্থানীয় মানুষেরা রাস্তায় যাতায়াতের সময় প্রথম দেখতে পান ওই মৃতদেহটি। তারা দেখে কেপি খাদানের জলাশয়ে ভাসছে এক ব্যক্তির মৃতদেহ। তারাই ঘটনার খবর আসানসোল উত্তর থানার পুলিশের কাছে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে মৃত ওই ব্যক্তির নাম বাবুয়া হেলা। সে স্থানীয় কাল্লা এলাকার বাসিন্দা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে রাস্তা পারাপার করতে গিয়ে গভীর খাদে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আসানসোল উত্তর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


No comments:
Post a Comment