Breaking

Saturday, December 4, 2021

আসানসোলের বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর জেরে ছড়ালো উত্তেজনা

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে। পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে তাদের রোগীর মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরেই শনিবারে ওই হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিবারের সদস্যরা। 


জানা গেছে শুক্রবার দুপুরে হিরাপুরের ডিহিকার বাসিন্দা বিজয় বাউরি বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয় আসানসোলের সেনরেল রোডের ওই বেসরকারি হাসপাতালে। আর এরপরেই শনিবার ওই রোগীর মৃত্যু হয় বলে জানা গেছে। আর হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তাদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments:

Post a Comment

Adbox