Breaking

Saturday, December 4, 2021

আসানসোলের মহিশিলায় তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতির জেরে রাজ্যের বিভিন্ন জেলার ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তের ঘাটতি। আর সেই রক্তের ঘাটতি কিছুটা কমাতে শনিবার আসানসোলে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল পৌর নিগমের-৪২ নম্বর ওয়ার্ডের মহিশিলায় অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। 


আর এদিনের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ও রক্তদান শিবির ঘুরে দেখেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা দাঁ, প্রবীর ধর, তৃণমূল নেতা সুজন দাঁ সহ আরো অনেকে। জানা গেছে এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন মানুষ রক্তদান করবে বলে জানা গেছে। আর এদিনের এই রক্তদান শিবিরে এসে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, প্রয়াত নেতা অমিয় দাঁর স্মৃতির উদ্যেশে এই রক্তদান শিবির। আর এমন এক শিবিরে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। পাশাপাশি তিনি এমন রক্তদান শিবিরের আয়োজন করার জন্য উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানান। অন্যদিকে তিনি বলেন রক্ত দান পূর্ন দান, এক ইউনিট রক্তের মাধ্যমে বাঁচতে পারে একাধিক মুমুর্ষ রোগীর জীবন।

No comments:

Post a Comment

Adbox