Breaking

Sunday, December 5, 2021

আপনার লক্ষীর ভান্ডারের টাকা আসছে কিনা তা চেক করবেন কিভাবে

নিজস্ব প্রতিবেদন, আমার কলম :-  রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই বাংলার মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই প্রকল্পের আওতায় বাংলার তপসিলি জাতি ও উপ জাতির মহিলারা ১০০০ টাকা ও বাকি মহিলারা ৫০০ টাকা করে পাবে।


ইতিমধ্যে গত কয়েক মাস ধরেই লক্ষীর ভান্ডার প্রকল্পের সেই টাকা টাকা পেতে শুরু করেছে বাংলার মহিলারা। কিন্তু সেই টাকা আপনার একাউন্টে আসছে কিনা তা চেক করবেন কিভাবে। তা জানা খুবই সহজ। প্রথমেই বলি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্কের পাশ বই জমা দিয়েছেন। আপনার কাছে যদি সংশ্লিষ্ট সেই ব্যাংকের পাসবই থেকে থাকে তো সেটিকে আপডেট করে দেখুন।

আর তা না হলে ডব্লু ডব্লু ডব্লু.ডব্লু বি. গভ. ইনে যান। সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করুন। তার পর সেই ওটিপি সংশ্লিষ্ট স্থানে দিয়ে লগ ইন করলে একটি নতুন পেজ খুলবে। সেখানে চেক এপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এবং ফর্ম জমা দেওয়ার সময় দেওয়া সময় আপনাকে দেওয়া এপ্লিকেশন নাম্বারটি সংশ্লিষ্ট স্থানে বসিয়ে সার্চ করলে দেখা যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের বিস্তারিত তথ্য। 

No comments:

Post a Comment

Adbox