অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: সামনেই পৌরসভার ভোট, আর তার আগে দলীয় সংগঠনকে মজবুত করতে। শনিবার উলুবেড়িয়া পৌরসভার-৮ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চক বড়পুকুর ধরে এক দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া বিধায়ক বিদেশ বসু। এদিন ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
পাশাপাশি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা বেণু কুমার সেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষের জন্য কাজ করে তৃণমূল কংগ্রেস।


No comments:
Post a Comment