নিজস্ব প্রতিবেদন, হাওড়া : প্রাক্তন ছাত্র নেতা শহীদ অসীম গাঙ্গুলি স্মরণে মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে প্রাক্তন ছাত্র নেতাকে স্মরণ করছে এসএফআই হাওড়া জেলা কমিটি। আর তারই অঙ্গ হিসাবে এদিন শিবপুর বি. ই. কলেজের অভ্যন্তরে শহীদ বেদীতে পতাকা উত্তোলন ও শহীদ ছাত্র নেতা অসীম গাঙ্গুলীকে স্মরণ করলো এসএফআই নেতৃত্ব।
আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্র নেতা শ্রীদীপ ভট্টাচার্য, এসএফআই হাওড়া জেলা কমিটির সভানেত্রী শিল্পী মন্ডল সহ এসএফআইয়ের একাধিক প্রাক্তণ ও বর্তমান নেতৃত্ব। আর এদিনের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি এক সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত করে এসএফআই নেতৃত্ব।
আর এদিনের এই অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন ভারতের ছাত্র ফেডারেশন হাওড়া জেলা কমিটির সভানেত্রী শিল্পা মণ্ডল। প্রসঙ্গত ১৯৭০ সালে আজকের দিনের নিহত হয়েছিলেন তৎকালীন ছাত্র নেতা অসীম গাঙ্গুলী। আর এদিনের এই স্মরণ সভা থেকে শহীদ ছাত্র নেতা অসীম গাঙ্গুলীর স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে উপস্থিত বর্তমান ও প্রাক্তন ছাত্র নেতারা।


No comments:
Post a Comment