Breaking

Tuesday, December 7, 2021

পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক, সম্ভাবনা বিজেপিতে যোগদানের

নিজস্ব প্রতিবেদন : দুই ছেলের পর এবার বিধায়ক পদে ইস্তফা দিলেন গোয়ার কংগ্রেস নেতা রবি নায়েক। আর তা নিয়েই উঠছে নানা জল্পনা। তাহলে কি এবার তিনি যোগ দেবেন বিজেপিতে। তবে এব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিধানসভার স্পিকারের কাছে। তিনি পোণ্ডা কেন্দ্র থেকে জয়ী হয়ে হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। 

এদিকে আগামী বছরেই  গোয়া সহ দেশের পাঁচ রাজ্যে ভোট। সেখানে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি। এমন পরিস্থিতিতে তার পদত্যাগ স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিকে একের পর এক নেতা দল ছাড়ায় চিন্তায় গোয়া কংগ্রেস নেতৃত্বও। প্রসঙ্গত গোয়ার গত বিধানসভা নির্বাচনে গোয়ায় ১৩ টি আসন পেয়েছিল বিজেপি। পরে তারা আঞ্চলিক দল গুলোকে সঙ্গে নিয়ে  সরকার গঠন করে।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে দলের একের পর এক নেতার দল ছাড়ায় চিন্তায় রয়েছে গোয়া কংগ্রেস। এদিকে সূত্রের খবর ইতিমধ্যে বিজেপিতে যোগ দেবার জন্য আবেদনও পেয়েছেন ওই কংগ্রেস নেতা।

No comments:

Post a Comment

Adbox