রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : এবার আসানসোল শহরের হোডিং ও পার্কিং নিয়ে সরব হলো আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। মঙ্গলবার তিনি এই হেডিং ও পার্কিংয়ের বকেয়া আদায় নিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের। আর সেখানেই তিনি বলেন, হেডিং ও পার্কিং নিয়ে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে।
এদিন তিনি আরো বলেন, ইতিমধ্যেই চলতি বছরে পার্কিং বাবদ ৭৮ লক্ষ টাকা আদায় করা হয়েছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন যে আসানসোল পৌরনিগমে হোডিং এবং পার্কিং এর প্রায় ৩ কোটি টাকা বকেয়া রয়েছে
। তা আদায়ের জন্য পৌরনিগমের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। আর সেই প্রসঙ্গেই আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি এদিন বলেন ২ কোটি প্রায় ৭৮ লক্ষ বকেয়া রয়েছে তা আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি তিনি আরো বলেন, কিছুদিন লোডশেডিংয়ের সমস্যার জন্য পানীয় জলের বেশকিছু সমস্যা হয়েছে। আমরা ইতিমধ্যে ডিজিকে জানিয়েছি জলের ক্ষেত্রগুলিতে একটু বেশি পরিমাণে বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা করে এই সমস্যার সমাধান করতে।
পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল সরকারের ক্ষমতায় আসার পর থেকে আসানসোলের সামগ্রিক চিত্র অনেক উন্নত হয়েছে। আমরা আমাদের নেত্রীকে সামনে রেখে ও তার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছি। পাশাপাশি তিনি আরো বলেন, ২০২১ এ আমরা প্রায় ৭৮ লক্ষ টাকা সংগ্রহ করেছি। আর হোডিং সংক্রান্ত বিষযয়ে তিনি জানান, আসানসোলের মোট ৩২ টি বৈধ হোডিং রয়েছে। কিন্তু রানীগঞ্জ ও কুলটির সমস্ত হোডিংই অবৈধ। তিনি আরো জানান এই সমস্ত অবৈধ হোডিং খুলে ফেলা হবে।


No comments:
Post a Comment