Breaking

Wednesday, December 8, 2021

Big Breaking : কপ্টার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াত

ডেস্ক রিপোর্ট : কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। বুধবার দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টার। তাতেই ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা আধিকারিক। 
বায়ুসেনা সূত্রে খবর, সস্ত্রীক বিপিন রাওয়তের মৃত্যু হয়েছে। এর পূর্বে এএনআই জানিয়েছিল পাইলট সহ হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছিল। 


No comments:

Post a Comment

Adbox