নিজস্ব প্রতিবেদন : তামিলনাড়ুর কুন্নুরে বুধবার দুপুরে ভেঙে পড়ে ভারতীয় সেনার MI17 কপ্টার। আর এই কপ্টারে ছিলেন ভারতীয় সেনা সর্বাধিকারী বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, তার পরিবারের বেশকিছু সদস্য ছাড়াও মোট ১৪ জন।
এদিকে এই দুর্ঘটনার পরেই উদ্ধারকার্যে হাত লাগায় ভারতীয় সেনা। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে ওয়েলিংটন মিলিটারি হাসপাতালে। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে এঘটনায় ১৪ জনের মধ্যে মৃত্য হয়েছে ১৩ জনের। এমনি দাবি ANI এর। পাশাপাশি মৃতদের ডিএনএ টেস্ট করে দেহ গুলি শনাক্ত করা হবে বলে দাবি জানিয়েছে ANI.


No comments:
Post a Comment