নিজস্ব প্রতিবেদন : তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তের কুন্নুরে বুধবার সকালে ভেঙে পড়ে ভারতীয় সেনার MI-17 কপ্টার। জানা গেছে এদিন সকালে মোট ১৪ জনকে নিয়ে ওরে ওই কপ্টারটি। যানা গেছে সুলুর এয়ারবেশ থেকে ওয়েসিংটন ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাবার সময় কুন্নুরের কাছে জঙ্গলের মধ্যে একটা দুর্গম এলাকায় ভেঙে পড়ে ওই কপ্টারটি। আর এর পরেই আগুন ধরে যায় ওই কপ্টারটিতে। এদিকে সূত্র মারফত জানা গেছে ওই কপ্টারটির মধ্যে ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ তার পরিবারের আরো কয়েকজন সদস্য। পাশাপাশি একজন ব্রিগেডিয়ার পদমর্যাদা আধিকারিকও ছিলেন ওই কপ্টারে বলে সূত্রের দাবি।
এদিকে এঘটনার পরেই তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগায় ভারতীয় সেনা। তারাই আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে ওয়েলিংটন মিলিটারি হাসপাতালে। প্রথম দিকে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের খোঁজ পাওয়া না গেলেও। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বলে সূত্রের খবর। এদিকে এঘটনায় সাঁত জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে এঘটনার খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
তবে ঠিক কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা।


No comments:
Post a Comment