নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া : করোনা পরিস্থিতির পর থেকে তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানোর প্রতিবাদ। অভিলম্বে তাদের বকেয়া ইনসেন্টিভ মেটানো। সময় না দিয়ে কাজ চাপানোর প্রতিবাদ। ফরমেট প্রথা বাতিল সহ একাধিক দাবিতে মঙ্গলবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের বানিবনে নিজেদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত করলো "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন"।
আর এদিন এই সম্মেলন থেকে আশা কর্মীরা বলেন, তারা নানা পরিস্থিতির মধ্যেও সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আর তার পরেও গত ৬ থেকে ৮ মাস বন্ধ হয়ে রয়েছে তাদের ইনসেন্টিভের টাকা। ফলে আর্থিক ভাবে সমস্যার সমুখীন হচ্ছে আশাকর্মীরা। এদিকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভেও সামিল হয়েছিলো আশাকর্মীরা। শুধু তাই নয় নিজেদের অভাব অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য ভবনের সামনেও বিক্ষোভে সামিল হয়েছিল "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের" সদস্যরা।
পাশাপাশি তারা আরো বলেন, এত আন্দোলনের পরে কোন কোন জেলার কর্মীদের একাউন্টে সবে মাত্র ২০০, ৫০০ বা ১০০০ টাকা করে ঢুকতে শুরু হয়েছে। কিন্তু সেটি কিসের টাকা তা জানা নেই কারোর কাছে। তাই সম্মেলন মঞ্চ থেকে আশাকর্মী সংগঠনের নেতৃত্ব বলেন যদি এমন চলতে থাকে এবং তাদের বকেয়া ইনসেন্টিভ দ্রুত না মেটানো হয় তাহলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলন করতে বাধ্য হবে। এদিকে আশা কর্মীদের এদিনের এই সম্মেলনে সভাপতিত্ব করেন "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের" হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা মধুমিতা মুখার্জী।
এদিকে এদিনের এই সম্মেলন থেকে গঠিত হয় নতুন ব্লক কমিটি। যেখানে নতুন সভানেত্রীর দায়িত্ব পান সাথী কোলে, সম্পাদিকা নির্বাচিত হন সুমতি নস্কর, সহ সম্পাদিকা হিসাবে নির্বাচিত হন মিঠু দুয়ারী ও কোষাধ্যক্ষের দায়িত্ব পান শাহানা সুলতানা।


No comments:
Post a Comment