Breaking

Wednesday, December 8, 2021

আগুনে ভষ্মিভূত বালাপোশ কারখানা

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান : ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক বালাপোস কারখানা। আর এঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। এমনি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার জিয়ারা গ্রামে। আর এঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে ওই কারখানার কর্মরত শ্রমিকরা।

জানা গেছে এদিন হঠাৎই ওই কারখানায় আগুন লেগে যায়। আর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। আগুন লাগার কারণে কালো ধোঁয়ায় ভোরে যায় গোটা চত্বর। এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। পরে আসে আরো দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে এসে হাজির হয় দেওয়ানদীঘি থানার পুলিশও। পরে দমকলের তিনটি গাড়ির দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। 

এদিকে শীত উপলক্ষে ওই কারখানায় প্রচুর পরিমাণে কাঁচা মাল ও বালাপোস মজুত থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এঘটনায় ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বালাপোস কারখানাটি। এদিকে কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান তাদের। তবে ঠিক কি ভাবে এই আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকরা। 

No comments:

Post a Comment

Adbox