প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি - ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান। দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি।
পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশিপ হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও বাবার আজম মিলে ১০ ওভারে ৭১ রান সংগ্রহ করেন। এরপর ক্যাপ্টেন বাবর আজম ৩৯ রানে আউট হয়ে যান। মোহাম্মদ রিজওয়ান ৫২ বলে ৬৭ রানের একটি ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি মারেন। ফাকার জামান ৩২ বলে ৩ টি ৪ ও ৪ টি ৬ এর সাহায্যে ৫৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে।
অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক ২ টি, প্যাট কামিন্স ১ টি ও অ্যাডাম জাম্পা ১ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ (০ রান) প্রথমেই ফিরে যান। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে দ্বিতীয় উইকেটের জন্য ৫১ রানের একটি পার্টনারশিপ করেন। মিচেল মার্শ ২৮ রান করেন। ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৯ রানের একটি ইনিংস খেলেন। স্টিভেন স্মিথ (৫ রান) ও গ্লেন ম্যাক্সওয়েল (৭ রান) তাড়াতাড়ি আউট হয়ে গেলে অস্ট্রেলিয়া চাপের মুখে পড়ে যায়। এরপর মার্কাস স্টইনিস ও ম্যাথু ওয়েড এর অসাধারণ ব্যাটিং এর ফলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। মার্কাস স্টইনিস ৩১ বলে ২ টি ৪ ও ২ টি ৬ এর সাহায্যে করেন অপরাজিত ৪০ রান। ম্যাথু ওয়েড ২৪১.২ স্ট্রাইক রেট নিয়ে ১৭ বলে করেন মূল্যবান অপরাজিত ৪১ রান। ম্যাথু ওয়েড তার এই ইনিংসে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি মারেন। শেষ চার ওভারে এই দুই ব্যাটসম্যান দুর্ধর্ষ ব্যাটিং করেন। ১৯ তম ওভারে বল করতে আসেন শাহীন আফ্রীদি। শাহীন আফ্রীদির এই ওভারে ম্যাথু ওয়েড তিনটি ছক্কার হাঁকিয়ে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করেন। এই বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো দ্বিতীয় দল হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, পাকিস্তান এর বিশ্বকাপ জয়ের সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেয়। নিউজিল্যান্ডের ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। ১৪ নভেম্বর এই দুই দল লড়াইয়ে নামবে বিশ্ব জয়ী হওয়ার জন্য।
পাকিস্তানের বোলার শাহীন আফ্রীদি ১ টি ও শাদাব খান ৪ টি উইকেট নেন। ম্যাথু ওয়েড তার দুর্ধর্ষ ঝোড়ো ইনিংস এর ফলে দলকে জয় এনে দেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচের স্কোর কার্ড --
-----------------------------
পাকিস্তান - ১৭৬/৪ (২০ ওভার)
অস্ট্রেলিয়া - ১৭৭/৫ (১৯ ওভার)
অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ : ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া)


No comments:
Post a Comment