বিনোদন ডেস্ক : নারী পুরুষের মধ্যে প্রেম প্রকাশের অন্যতম মাধ্যম হল যৌন মিলন। বিভিন্ন ঘটনা নারীর মনে যৌন উত্তেজনা সৃষ্টি করে থাকে। তাহলে আসুন জেনে নিন আপনার প্রেমিকা বা জীবন সঙ্গিনীর মনে কখন কখন উত্তেজনা সৃষ্টি হয়।
১) নারীদের পিরিয়েডের ২ সপ্তাহ পরে নারী শরীরে যৌন উত্তেজনা প্রবল থাকে। এই সময় নারী দেহ গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে। এই সময় আপনার প্রেমিকা বা জীবন সঙ্গিনীর মিলনের বাসনা প্রবল থাকে।
২) কিচেন সেক্স করার একটা বাসনা থেকে থাকে নারীদের। রান্না করার সময় প্রেমিকার শরীরে তার প্রেমিকের কোমল ছোয়া নারী শরীরকে উত্তেজিত করে। কিচেন সেক্স করার একটা সুপ্ত ইচ্ছা থাকে নারীদের।
৩) বৃষ্টির সময় নারীদের হৃদয়ে যৌন উত্তেজনা অনুভূতি জাগ্রত হয়। বৃষ্টির সময় আপনার সঙ্গিনীকে সঙ্গে মিলনসুখ উপভোগ করতে পারেন।
৪) ধরুন আপনি থাকেন দূরে, আপনার প্রেমিকার সাথে বছরে ২০-২৫ দিনের মতো দেখা হয়ে থাকে। এই লং ডিসটেন্স রিলেশনে কম সময়ে দেখা হওয়ার মুহূর্তে নারীদের মিলন করার বাসনা থাকে প্রবল।
৫) বর্তমান সময়ে বেশ কিছু নারীরা নীল ছবি দেখে থাকেন। এই সময় নারী দেহে যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা মিলন করার জন্য উদগ্রীব থাকে।
৬) মদ্যপ অবস্থায় নারীদের মিলন করার বাসনা প্রবল ভাবে বৃদ্ধি পায়। এই সময় বুঝে সিদ্ধান্ত নেবেন।
৭) আপনি যদি অন্য নারীদের সাথে ফ্লাট করেন তাহলে আপনার সঙ্গিনীকে এই বিষয়টা ঈর্ষান্বিত করে। আর এই ঈর্ষার ফলে আপনার সঙ্গিনীর যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। তখন নারীরা মিলনের জন্য উদগ্রীব হয়ে ওঠে।


No comments:
Post a Comment