Breaking

Saturday, November 13, 2021

শনিবার করুন হনুমানজি ও কাল ভৈরবের আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা : আপনার জন্মবার অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। আপনার যে দিন জন্ম, সেই দিন অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। যদি আপনার জন্ম বার হয় শনিবার তাহলে আপনি হনুমানজি ও কাল ভৈরবের আরাধনা  করুন। কারণ শনিবার যাদের জন্ম, তাদের হনুমানজি ও কাল ভৈরবের পূজা করলে এই  দিনে ভালো ফল মেলে। তাই শনিবার নিষ্ঠা সহকারে করুন হনুমানজি ও কাল ভৈরবের আরাধনা। শনিবার যাদের জন্ম তারা হনুমানজি ও কাল ভৈরবের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না।

No comments:

Post a Comment

Adbox