Breaking

Saturday, November 13, 2021

' দেব ' এবার ' রঘু ডাকাত ' এর ভূমিকায়

বিনোদন ডেস্ক : ' গোলন্দাজ ' এর সাফল্যের পর টলিউড সুপারস্টার ' দেব ' এবার নিয়ে আসছেন আর এক ঐতিহাসিক চরিত্র ' রঘু ডাকাত '। এই নতুন ছবিটি পরিচালনা করবেন ধ্রুব ব্যানার্জি। দেব - ধ্রুব জুটিকে আবার বড়ো পর্দায় দেখা যাবে। এসভিএফ (SVF) ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস (DEV) এর যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি হতে চলেছে। দেব আবারো বাংলার এক ঐতিহাসিক চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। দেব কালী পুজোর দিন তার সোশাল নেটওয়ার্কিং সাইটে নতুন ছবির একটি পোস্টার আপলোড করে জানান, " আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পূণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন - নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা " রঘু ডাকাত "। ' গোলন্দাজ ' এর পর দেব - ধ্রুব জুটি ' রঘু ডাকাত ' নিয়ে কতটা সাফল্য নিয়ে আসে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ায়।

No comments:

Post a Comment

Adbox