Breaking

Sunday, November 14, 2021

রবিবার করুন শ্রী বিষ্ণুর আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা : আপনার জন্মবার অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। আপনার যে দিন জন্ম, সেই দিন অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। যদি আপনার জন্ম বার হয় রবিবার তাহলে আপনি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা  করুন। কারণ রবিবার যাদের জন্ম, তাদের ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে এই  দিনে ভালো ফল মেলে। তাই রবিবার নিষ্ঠা সহকারে করুন শ্রী বিষ্ণুর আরাধনা। রবিবার যাদের জন্ম তারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। তবে আপনি চাইলে শ্রী বিষ্ণুর যে কোনো অবতার, যেমন শ্রী রাম অথবা শ্রী কৃষ্ণের আরাধনাও করতে পারেন।

No comments:

Post a Comment

Adbox