Breaking

Friday, November 12, 2021

শুক্রবার করুন দেবী দূর্গার আরাধনা

প্রদীপ কুমার সাঁতরা : আপনার জন্মবার অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। আপনার যে দিন জন্ম, সেই দিন অনুযায়ী করুন দেব দেবীর আরাধনা। যদি আপনার জন্ম বার হয় শুক্রবার তাহলে আপনি মহিষাসুরমর্দিনী দেবী দূর্গার আরাধনা করুন। কারণ শুক্রবার যাদের জন্ম, তাদের দেবী দূর্গার পূজা করলে এই  দিনে ভালো ফল মেলে। তাই শুক্রবার নিষ্ঠা সহকারে করুন মা দূর্গার পূজা। শুক্রবার যাদের জন্ম তারা মা দূর্গার যে কোনো রূপের  আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না।

No comments:

Post a Comment

Adbox