Breaking

Thursday, November 4, 2021

T20 World Cup 2021 : অবশেষে বিশ্বকাপে প্রথম জয় পেল ভারত

প্রদীপ কুমার সাঁতরা : আইসিসি টি-২০ বিশ্বকাপের ৩৩ নম্বর ম্যাচে বুধবার আবুধাবিতে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। আফগানিস্তান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। 
ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল প্রথমে ব্যাট করতে নেমে অনবদ্য ব্যাটিং করেন। রোহিত ও রাহুল একসাথে প্রথম উইকেটের পার্টনারশিপ হিসাবে ১৪০ রান সংগ্রহ করেন। রোহিত শর্মা ১৫৭.৪ স্ট্রাইক রেট নিয়ে ৪৭ বলে করেন ৭৪ রান। রোহিত এই ইনিংসে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি মারেন। কে এল রাহুল ১৪৩.৮ স্ট্রাইক রেট নিয়ে ৪৮ বল খেলে করেন ৬৯ রান। রাহুলের এই ইনিংস ৬ টি ৪ ও ২ টি ছক্কা দিয়ে সাজানো। ইনিংসের শেষের দিকে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া ঝোড়ো ইনিংস খেলে একটি বিশাল রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় প্রতিপক্ষকে। ভারত ২০ ওভার ব্যাট করে ২ টি উইকেট হারিয়ে করে ২১০ রান। ২০২১ এর টি-২০ বিশ্বকাপের এটিই সর্বোচ্চ স্কোর। ঋষভ পান্ত ১৩ বলে ৩ টি ছক্কার সাহায্যে করেন অপরাজিত ২৭ রান। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২ টি ছক্কা ও ৪ টি চারের সাহায্যে করেন অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বোলার নইব ও জনত প্রত্যেকে ১ টি করে উইকেট নেন। 
বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রানই করতে সক্ষম হয়। ভারত এই ম্যাচটিকে ৬৬ রানে জিতে নেয়। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পর এটাই ভারতের প্রথম জয় এই বিশ্বকাপের। আফগানিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ নবী করেন ৩৫ রান। করিম জনত ৪২ রানে অপরাজিত থাকেন। 
ভারতীয় বোলাররা এই ম্যাচে ভালোই বোলিং করেন। মোহাম্মদ সামি নেন ৩ টি উইকেট। জসপ্রীত বুমরাহ ১ টি, রবীন্দ্র জাদেজা ১ টি ও রবীচন্দ্রন অশ্বিন ২ টি উইকেট নেন। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য রোহিত শর্মা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 
ম্যাচের স্কোর কার্ড --
----------------------------
ভারত - ২১০/২ (২০ ওভার) 
আফগানিস্তান - ১৪৪/৭ (২০ ওভার) 

ভারত ৬৬ রানে জয়ী। 
ম্যান অব দ্যা ম্যাচ : রোহিত শর্মা (ভারত)

No comments:

Post a Comment

Adbox