Breaking

Thursday, November 4, 2021

দশমহাবিদ্যার আদি রূপ মহা কালী

প্রদীপ কুমার সাঁতরা : দশমহাবিদ্যার আদি রূপ মহা কালী। বেদ, উপনিষদ, রামায়ন, মহাভারত, কালিকা পুরান সহ অন্যান্য আরো অনেক গ্রন্থে দেবী মহা কালীর সৃষ্টি, বিশালতা ও প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায়। ঋকবেদের রাত্রিসুক্তে বলা হয়েছে যে, রাত্রি দেবী স্বয়ং নিজেকে বিশ্বব্রহ্মাণ্ডের নক্ষত্র মালায় বিভূষিতা হয়ে প্রকাশ করেছেন দেবী কালী রূপে। হিন্দু ধর্ম ও শাস্ত্র অনুযায়ী, আদ্যাশক্তি মহামায়ার আটটি রূপের উল্লেখ করা হয়েছে। দেবী মহা কালীর এই আট রূপ হল -- দক্ষিণা কালী, উগ্র কালী, ভদ্র কালী, সিদ্ধ কালী, গুহ্য কালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী ও দেবী করলা বদনা। দেবী করলা বদনা হলেন মুক্তকেশী, চতুর্ভূজা ও নৃমুণ্ডমালা বিভূষিতা। দেবী শ্যামাঙ্গী বা ঘোর কৃষ্ণবর্না। দেবী দিগম্বরী ও দেবী উন্নত দন্তা, ত্রিনেত্রা। দেবী শব রুপী  মহাদেবের বুকের উপর অধিষ্ঠিতা।

No comments:

Post a Comment

Adbox