প্রদীপ কুমার সাঁতরা : অনেক দিন ধরেই জল্পনা চলছিল যে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই এর তরফ থেকে ঘোষণা করা হয় যে, আসন্ন ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বিনা প্রতিদ্বন্দিতায় এই দায়িত্বভার পেলেন। বলাই বাহুল্য, রাহুল দ্রাবিড় কে হেড কোচ করার ফলে ভারতীয় ক্রিকেট এর ভবিষ্যৎ সুরক্ষিত হাতে থাকবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট প্রেমীদের সকলেরই। ভারত - নিউজিল্যান্ডের মধ্যে সিরিজটি ভারতেই অনুষ্ঠিত হবে। এই সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর থেকে। এই সিরিজে তিনটি টি-২০ ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলা হবে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজের সময়সূচি।
* টি-২০ সিরিজ (৩ টি ম্যাচের )
-----------------------------
১) প্রথম টি-২০ ম্যাচ (১৭ নভেম্বর, জয়পুর)
২) দ্বিতীয় টি-২০ ম্যাচ (১৯ নভেম্বর, রাঁচি)
৩) তৃতীয় টি-২০ ম্যাচ (২১ নভেম্বর, কলকাতা)
* টেস্ট সিরিজ (২ টি ম্যাচের)
--------------------------
১) প্রথম টেস্ট ম্যাচ (২৫-২৯ নভেম্বর, কানপুর)
২) দ্বিতীয় টেস্ট ম্যাচ (০৩-০৭ ডিসেম্বর, মুম্বাই)


No comments:
Post a Comment