Breaking

Friday, November 5, 2021

কালী পুজো উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে ভক্ত সমাগম

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া : বৃহস্পতিবার কালী পুজো উপলক্ষে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ব্লক - ২ এর খলিসানীতে অবস্থিত শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে ভক্ত সমাগম ঘটতে দেখা গেলো। এই দিন অনেক ভক্তরা বিশেষ পুজো বা মানত পুজো দিচ্ছেন।  
এই মন্দিরটি এই অঞ্চলের অতি প্রাচীন এবং প্রসিদ্ধ একটি কালী মন্দির। প্রত্যেক বছরই কালী পুজোর দিন মায়ের দর্শন এর জন্য ভক্ত সমাগম হয়। পাশাপাশি ভক্তরা শিবের মন্দিরেও পুজো দিচ্ছেন।

No comments:

Post a Comment

Adbox