Breaking

Wednesday, November 3, 2021

দীপাবলিতে বন্ধুদের উপহার দেন? তাহলে জেনে নিন কাকে কী দেবেন?

ওয়েব ডেস্ক : অন্ধকার দূর করে আলোর উৎসব হলো দীপাবলি উৎসব। আর এই দীপাবলিতে নিজের বন্ধু - বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিতদের উপহার দেওয়ার রীতি চলে আসছে। কিন্তু কাকে কী  উপহার দেবেন? তাহলে আপনি যাদের উপহার দেবেন তাদের একবার রাশি জেনে নিন আর সেই অনুযায়ী তাদের দিন দীপাবলির উপহার। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের কি উপহার দেবেন। 
মেষ রাশির ব্যাক্তিকে দীপাবলিতে উপহার হিসেবে দিন আয়না বা ক্রিস্টালস। বৃশ রাশির জাতক জাতিকাদের এমন কিছু উপহার দিন যেটি তাদের প্রয়োজনে লাগবে। মিথুন রাশির জাতকদের দিন হলুদ রঙের জামা কাপড়। কর্কট রাশির জাতকদের দিন ইলেকট্রনিক্স এর জিনিস উপহার হিসেবে। সিংহ রাশির ব্যাক্তিদের দিন সুগন্ধি পারফিউম। কন্যা রাশির জাতক জাতিকাদের দিন এমন জিনিস যেটি তাদের প্রিয় বা তাদের কাজে লাগে। তুলা রাশির জাতকদের দিন জামা কাপড় ও ফুল উপহার হিসেবে দিন। বৃশ্চিক রাশির জাতকদের ত্বকের যত্ন রাখার জিনিস কিংবা সাজের জিনিস উপহার হিসেবে দিন। ধনু রাশির জাতকদের ঘর সাজানোর বস্তু উপহার হিসেবে দিন। মকর রাশির জাতকদের তাদের কাজে লাগে তেমন কিছু উপহার হিসেবে দিন। কুম্ভ রাশির জাতকদের মিষ্টি ও ফল - মূল উপহার হিসেবে দিন। মীন রাশির জাতকদের সুগন্ধি পারফিউম উপহার হিসেবে দিতে পারেন।

No comments:

Post a Comment

Adbox