Breaking

Wednesday, November 3, 2021

জিৎ গাঙ্গুলী - র প্রথম শ্যামা সঙ্গীত "তারা তুই"

প্রদীপ কুমার সাঁতরা : টলিউড এর অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হলেন জিৎ গাঙ্গুলী। টলিউডের পাশাপাশি তিনি বলিউডেও কাজ করে চলেছেন। বর্তমান নতুন প্রজন্মকে তিনি উপহার দিয়ে চলেছেন নানা রকমের নতুন ঘরানার গান। আর এবার সেই মিউজিক সেন্সেশন জিৎ গাঙ্গুলী গেয়ে ফেললেন তার জীবনের প্রথম শ্যামা সঙ্গীত। জিৎ এর গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত এর নাম হল "তারা তুই"। জিৎ মূলত তার মায়ের নির্দেশেই প্রথম গাইলেন ভক্তি গীতি। "তারা তুই" গানটি লিখেছেন চন্দ্রানী গাঙ্গুলী। গানটির সুর করেছেন জিৎ নিজেই। ' এসভিএফ ' (SVF) এর তত্ত্বাবধানে এই মিউজিক ভিডিওটি রিলিজ করা হয়েছে। 'এসভিএফ ডেভোশনাল ইউটিউব চ্যানেল' থেকে এই মিউজিক ভিডিওটি ২ নভেম্বর মুক্তি পেয়েছে। জিৎ পরনে লাল ধুতি পাঞ্জাবি, কপালে লাল তিলক কেটে ডুব দিলেন ভক্তি সাগরে। জিৎ ভক্তদের কাছে এই গান ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে।

No comments:

Post a Comment

Adbox