Breaking

Wednesday, November 3, 2021

আজ ভূত চতুর্দশী

প্রদীপ কুমার সাঁতরা : আজ হল ভূত চতুর্দশী। কথিত আছে, ভূত কথার অর্থ হল অতীত। বলা হয়ে থাকে, দীপান্বিতা আমাবস্যার আগে চতুর্দশী তিথিতে এই প্রথা পালিত হয়ে থাকে বলে একে বলা হয় ভূত চতুর্দশী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিনে তাদের পূর্বপুরুষদের মর্তে আগমন ঘটে। আর তাই তাদের আশির্বাদ পেতে পালন করা হয় একাধিক আচার অনুষ্ঠান। 
এই ভূত চতুর্দশী পালনের অন্যতম একটি রীতি হল ১৪ রকমের শাক খাওয়া। এই ১৪ প্রকার শাক হিন্দুরা তাদের ১৪ টি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন। এই ১৪ রকমের শাক গুলি হল -- সরষে, সৌলভ, সুসুনী, পুঁই, শাঞ্চে, বেতো, ভাট পাতা, কলকাসুন্দে, ওল, নিম, হিলঞ্চ, গুলঞ্চ, পলতা, জয়ন্তী। তবে স্থান ভেদে শাকের তারতম্য হয়ে থাকে। এই দিন সন্ধ্যার সময় ১৪ টি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় ঘরে। এছাড়াও বাড়ির দরজায় ১৪ টি ফোঁটাও দেওয়া হয়ে থাকে।

No comments:

Post a Comment

Adbox