Breaking

Tuesday, November 2, 2021

আপনার পরিবারের সমৃদ্ধির জন্য ধনতেরাসের দিন কিনুন ৩ টি জিনিস

প্রদীপ কুমার সাঁতরা : ধনতেরাসের দিন থেকে শুরু হয় দীপাবলি উৎসব। আজ ধনতেরাসের দিন থেকে টানা পাঁচ দিন ধরে চলে আলোর উৎসব দীপাবলি। এই দিনে নতুন জিনিস কিনলে পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে কথিত আছে। এই দিনে প্রধানত সোনা ও রুপোর জিনিস কেনার চল রয়েছে। কিন্তু যদি সোনা রূপো কিনতে না পারেন তাহলে অন্য ৩ টি জিনিস কিনে ফেলুন। কি সেই জিনিস জেনে নেওয়া যাক। এদিন তামা, পিতল কিংবা স্টিলের জিনিসপত্র কিনতে পারেন। এই দিনে একটি ছোট্ট স্টিলের চামচ কিনুন। তবে এই চামচটিকে অতি যত্নে রাখুন আপনার গৃহে। এটি করলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার পরিবারের উপর। এই দিনে গৃহে কিনে আনুন ধনিয়া বীজ। ধনতেরাস এর দিনে ধনিয়া বীজ কেনার ঐতিহ্য অতি প্রাচীন। লক্ষ্মী পুজোয় এই বীজ দেবীকে নিবেদন করুন। তারপর সেই বীজের কিছুটা একটি মাটির পাত্রে বা বাড়ির পেছনে পুঁতে দিন। এই দিনে বিবাহিত মহিলাদের ' সোলহা সিঙ্গার ' ও সিঁদুর সহ একটি লাল শাড়ি উপহার হিসাবে দিতে পারেন। এটি করলে মা লক্ষ্মী সন্তুষ্টি হন। এই দিনে ভুলেও কাচের বা অ্যালুমিনিয়ামের তৈরি কোনো জিনিস কিনবেন না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।

No comments:

Post a Comment

Adbox