Breaking

Tuesday, November 2, 2021

" দ্যা কিং অফ বলিউড "- এর আজ জন্মদিন

প্রদীপ কুমার সাঁতরা : "দ্যা কিং অফ বলিউড"- "শাহরুখ খান" এর আজ (২ নভেম্বর) জন্মদিন। "কিং খান" এই বছর ৫৬ বছরে পা দিলেন। ১৯৮৮ সাল থেকে চূড়ান্ত লড়াই ও অদম্য জেদ আজ তাকে বলিউডের বাদশায় পরিণত করেছে। তার অভিনয় এক লহমায় মানুষকে হাসাতে ও কাঁদাতে পারে। তিনি বলিউডকে এখাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তিনি এখনও অবলীলায় বড় পর্দায় প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করতে পারেন। শাহরুখ পুত্র আরিয়ান মাদক কাণ্ডে জামিন পাওয়ার পর ' মন্নত '- এ উৎসবের আমেজ। আর আজ শাহরুখের জন্মদিন উপলক্ষে ও দিওয়ালি উপলক্ষে মন্নত আলোয় সাজানোর নির্দেশ দিয়েছেন গৌরী খান। তবে এবারের জন্মদিনের পার্টি করবেন না শাহরুখ খান। মন্নত এর সদস্যদের নিয়েই এবার জন্মদিন পালন করবেন বলিউডের বাদশা। তবে শাহরুখ প্রত্যেক বছরের মতো এ বছরও মন্নতের বাইরে এসে তার ভক্তদের সঙ্গে দেখা করবেন। শাহরুখের জন্মদিনের আগের দিন থেকে মন্নতে আসতে শুরু করেছে উপহার। শাহরুখ ও সালমান খানের মধ্যে এখন বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক। সালমান,শাহরুখের খারাপ সময় সব সময় তার পাশে থেকেছেন। সালমানের আগামী নতুন ছবি ' অন্তিম ' এর নতুন গান ' ভাই কা বার্থডে ' মুক্তি পেয়েছে একদিন আগেই। ভক্তদের ধারণা সালমান খান তার বন্ধু শাহরুখ খানকে সেই গান জন্মদিনের উপহার হিসেবে দিয়েছেন।

No comments:

Post a Comment

Adbox