Breaking

Monday, November 1, 2021

শোভন - বৈশাখীকে নিয়ে গান বাঁধলেন অনীক ধর

বিনোদন ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মধ্যে মধুর বন্ধুত্বের সম্পর্কের কথা বর্তমানে বেশ শিরোনামে। আর তাই এবার শোভন - বৈশাখীকে নিয়ে গান বাঁধলেন গায়ক অনীক ধর। অনীক ধর ও মডেল স্নেহা কর্মকার এই মিউজিক ভিডিওতে শোভন - বৈশাখীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাদা ধুতি পাঞ্জাবি আর আটপৌরে ধাঁচে লাল বেনারসি পরে। এই গানটি লিখেছেন সংগীতশিল্পী অনীক ধর নিজেই। আর অনীক নিজেই এই গানের সুর করেছেন এবং তিনি নিজেই গানটি গেয়েছেন। অনীক এর গলায়, " আমি তোর শোভন, তুই আমার বৈশাখী " কথা গুলি বারবার শোনা গেছে। এই নবীন প্রেমে অনীক আর স্নেহা মাতলেন কলকাতার বাগানে নেচে, কখনো একসাথে হেঁটে তো কখনো টোটোয় চেপে। আর এই গান সোশাল নেটওয়ার্কিং সাইটে রিলিজ হওয়ার সাথে সাথেই বেশ জনপ্রিয় হয়েছে এই মিউজিক ভিডিওটি।

No comments:

Post a Comment

Adbox