প্রদীপ কুমার সাঁতরা : নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি রবিবার মহানগরী কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়। দিন রাতের এই ম্যাচে রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান স্কোর বোর্ডে তোলে। ক্যাপ্টেন রোহিত শর্মা তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে ১৮০.৬ স্ট্রাইক রেট নিয়ে ৩১ বলে করেন মূল্যবান ৫৬ রান। রোহিত তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ টি ছক্কা মারার মাইলস্টোন ছুয়ে ফেলেন। রোহিত শর্মা এই ইনিংসে ৫ টি চার ও ৩ টি ছক্কা হাঁকান। ঈশান কিশান ২৯ রান করেন। শ্রেয়াস আইয়ার এর ২৫ রান ও দীপক চাহার ২১ রান করেন। মিচেল স্যান্টনার ৩ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ভারতীয় বোলারদের সামনে ধরাশায়ী হয়ে পড়ে। নিউজিল্যান্ড ১৭.২ ওভারে ১১১ রান করে অল আউট হয়ে যায়। মার্টিন গাপটিল ১৪১.৭ স্ট্রাইক রেট নিয়ে ৩৬ বলে ৪ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫১ রানের একটি ইনিংস খেলেন। মার্টিন গাপটিল ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাড়াতে পারেননি। ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচটিকে ৭৩ রানে জিতে নেয়। ভারতীয় স্পিনার আকসার প্যাটেল ৩ টি উইকেট নেন। হার্সাল পাটেল নেন ২ টি উইকেট।
ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় এর এটি প্রথম সিরিজ। আর এই প্রথম সিরিজেই বাজিমাত করলেন রোহিত - রাহুল জুটি। বিপক্ষ নিউজিল্যান্ডকে টানা তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশ করলো ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার আকসার প্যাটেল।


No comments:
Post a Comment