Breaking

Saturday, November 20, 2021

শাক্তদের প্রধান আরাধ্য দেবী হলেন মহা কালী

প্রদীপ কুমার সাঁতরা : হিন্দু ধর্মে শাক্তদের প্রধান আরাধ্য দেবী হলেন মহা কালী। মহা কালী হলেন দশমহাবিদ্যার প্রথম ও আদি রূপ। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, রাত্রি সুক্ত, কালিকা পুরান, শ্রী শ্রী চণ্ডী সহ বিভিন্ন গ্রন্থে দেবী মহা কালীর সৃষ্টি, বিশালতা ও প্রাচীনত্ব - র উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের রাত্রি সুক্তে বলা হয়েছে, রাত্রি দেবী বিশ্বব্রহ্মাণ্ডের নক্ষত্র মালায় বিভূষিতা হয়ে দেবী কালী রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঋকবেদে দেবী কালী নিজের আত্ম পরিচয় দিয়েছেন। সেখানে দেবী বলেছেন, আমি সূর্য, রুদ্র, আদিত্য, ইন্দ্র, বরুণ, বসু প্রভৃতি সর্বদেবের পূজিতা। উপনিষদেও মহাকালীর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, আমি ইচ্ছা করলে ভক্ত করি, শক্তিমান করি, জ্ঞানী করি, ঋষি করি। মুণ্ডক উপনিষদে দেবীর বর্ণনায় বলা হয়েছে, দেবী ব্রম্ভান্ডের সগুন ও নির্গুণ প্রকৃতির ওপর সপ্ত জিভা দ্বারা নিয়ন্ত্রণকারীনী। রামায়ণে কথিত আছে, মুনি বশিষ্ঠ ব্রহ্মজ্ঞান লাভ করেন ' দক্ষিণা কালী ' রুপী দেবীকে আরাধনা করে।

No comments:

Post a Comment

Adbox